মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক
কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক
মনির হোসেন ::
![]()
কক্সবাজারের নুনিয়াছড়ায় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ মে রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক “সমূদ্রে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ”বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনাকালে কক্সবাজারের বাঁকখালী চ্যানেলের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশী চালিয়ে কুখ্যাত মাদক ও মানব পাচারকারী মোঃ আনিস মিয়া (৪৩) কে ৩ জন সহযোগী এবং কাঠের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীরা হলেন- মোঃ আনিস মিয়া (৪৩), মোঃ রফিক মিয়া (২৫), মোঃ হাসান মিয়া (২৪) ও মোঃ শওকত আলী (২৩)। এরা সবাই কক্সবাজার জেলার খুরুশকুল এলাকার বাসিন্দা। আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আটক #ইয়াবাসহ #কোস্টগার্ড #পাচারকারী #হাজার




বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার ৪র্থ তলার শুভ উদ্বোধন
