মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক
কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক
মনির হোসেন ::
![]()
কক্সবাজারের নুনিয়াছড়ায় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ মে রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক “সমূদ্রে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ”বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনাকালে কক্সবাজারের বাঁকখালী চ্যানেলের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশী চালিয়ে কুখ্যাত মাদক ও মানব পাচারকারী মোঃ আনিস মিয়া (৪৩) কে ৩ জন সহযোগী এবং কাঠের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীরা হলেন- মোঃ আনিস মিয়া (৪৩), মোঃ রফিক মিয়া (২৫), মোঃ হাসান মিয়া (২৪) ও মোঃ শওকত আলী (২৩)। এরা সবাই কক্সবাজার জেলার খুরুশকুল এলাকার বাসিন্দা। আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আটক #ইয়াবাসহ #কোস্টগার্ড #পাচারকারী #হাজার




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
