

সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদন্ড
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদন্ড
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনজন মাদক সেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
আদালত সুত্র জানায়,আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে অভিযান পরিচালনা করেন। এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩),রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭) ও কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) কে হাতে নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড এবং আরো একশতটাকা করে জরিমানা করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,দন্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #আদালতে #কারাদন্ড #তিনজন #ভ্রাম্যমান #রাণীনগর