

সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্যে প্রবাসীদের বিশাল প্রতিবাদ সমাবেশ: বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ আওয়াজ
যুক্তরাজ্যে প্রবাসীদের বিশাল প্রতিবাদ সমাবেশ: বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ আওয়াজ
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া:
রহিবার সন্ধ্যা ৬টায় লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে অনুষ্ঠিত হলো একটি বিরল ও স্মরণীয় প্রতিবাদ সমাবেশ। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদে প্রবাসীরা জানান দিলেন তাদের ঐক্য ও সংকল্প।
সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করে ড. ইউনূস ও তার সহযোগীরা ৭৫ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের শক্তিকে উপেক্ষা করে এ ষড়যন্ত্র টিকবে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আন্দোলনের বিকল্প নেই।”
তারা আরও বলেন, “বাংলার মাটিতেই ড. ইউনূস গংদের বিচার হবে ইনশাআল্লাহ।”
সমাবেশ শেষে আলতাফ আলী পার্ক থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ব্রিকলেন ঘুরে ওয়াইটচ্যাপেলে এসে শেষ হয়। পুরো এলাকা গর্জে ওঠে “জয় বাংলা” স্লোগানে। প্রতিবাদী চেতনায় মুখরিত এই সমাবেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল।
এই সমাবেশ ছিল শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, ছিল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রকাশ।
বিষয়: #আওয়াজ #আওয়ামী #ঐক্যবদ্ধ #কার্যক্রম #নিষিদ্ধ #প্রতিবাদ #প্রবাসী #বাংলাদেশ #বিশাল #যুক্তরাজ্যে #লীগ #সমাবেশ