

সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » গরম কমছে, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
গরম কমছে, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
বজ্রকণ্ঠ ডেস্ক::
তীব্র গরমের মাঝে রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। ফলে দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
রোববার সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে।
সোমবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সোমবার খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হল জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এখন যে বৃষ্টি হচ্ছে, এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে।
তিনি জানান, এখন যে তাপপ্রবাহ বইছে, তা আজ অনেক জেলা থেকে কমে আসবে। তবে উত্তরাঞ্চল থেকে কমতে আরও কিছুদিন সময় লাগবে।
আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়: #আভাস #কমছে #গরম #ঢাকাসহ #বিভিন্ন #বৃষ্টির #স্থানে