শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » খেলা » লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের
প্রথম পাতা » খেলা » লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের
২৯৭ বার পঠিত
রবিবার ● ১১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের

স্পোর্টস ডেস্ক::
লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের

লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ। গতকাল শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি।

শনিবার ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। দলের হয়ে ৪টি গোলই করেন সোরলোথ। এর মধ্যে প্রথম ৩ গোল করেন ম্যাচের মাত্র ১১ মিনিটের মধ্যেই। যা লা লিগার ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড।

এরপর ৩০তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করে দলের বড় জয়ের ব্যবধান নিশ্চিত করেন সোরলোথ।

অ্যাতলেতিকো লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আগেই। তাদের অবস্থান এখন ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৯ এবং দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে।

সোসিয়েদাদ শেষ পাঁচ লিগ ম্যাচে কোনো জয় পায়নি এবং এখন ৪৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

শনিবার ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় অ্যাতলেতিকো। পাবলো বারিওসের লং পাস থেকে গোল করেন সোরলোথ। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৩ মিনিট পরই বক্সের প্রান্ত থেকে নিচের কর্নারে বল পাঠিয়ে দ্বিতীয় গোল করেন।

এর ঠিক এক মিনিট পর কাছ থেকে আক্রমণের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলোথ। যা ছিল বার্সেলোনা ফরোয়ার্ড এডমুন্ডো সুয়ারেজের ১৯৪১ সালের এবং কার্লেস বেসটিতের ১৯২৯ সালের হ্যাটট্রিকের চেয়েও চার মিনিট কম সময়ে।

তবে সোরলোথ এখানেই থামেননি। ৩০ মিনিটে তিনি জাভি গালানের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিং করেন এবং নিজের চতুর্থ গোল করেন।

এই ম্যাচের পর সোরলোথ লা লিগায় আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন। তার গোলসংখ্যা এখন ১৭, যা সাসপেনশনের কারণে অনুপস্থিত থাকা হুলিয়ান আলভারেজের চেয়ে ২টি বেশি।

এর আগে গত বছরের মে মাসে ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫৬ মিনিটের মধ্যে চার গোল করেন সারলোথ এবং দলকে ৪-৪ গোলে সমতা আনতে সাহায্য করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোলের সুযোগ পান সারলোথ। তবে পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট ক্রসবারে লেগে ফেরত আসে।

অ্যাতলেতিকো পুরো ম্যাচে দাপট দেখায়। অন্যদিকে সোসিয়েদাদ টানা তিনটি লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়।



বিষয়: #  #  #  #  #  #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---
রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
‘শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় সাজানো, ভিত্তিহীন এবং প্রহসনমূলক’
শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড, মামুনের কারাদণ্ড
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
নতুন পোশাকে নেমেছে পুলিশ
মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা