

মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকা থেকে সোমবার রাতে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার (৬ মে) সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিরুল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #ইয়াবাসহ #কারবারি #গ্রেফতার #চট্টগ্রামে #তিন #সাড়ে #হাজার
