

রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রলীগের কমীকে কেন্দ্র করে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,পথচারিসহ ১৫ জন ব্যক্তি আহত
ছাত্রলীগের কমীকে কেন্দ্র করে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,পথচারিসহ ১৫ জন ব্যক্তি আহত
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকে ছাত্রলীগের কমীকে কেন্দ্র কলেজ ছাত্রদলের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,পথচারিসহ ১৫জন ব্যক্তি আহত হয়েছেন। এদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
উভয় পক্ষে মধ্যে আহতরা হলেন ছাদ মিয়া,সাব্বির আহমদ নব্য ছাত্রদল কমী জয়নাল,এনাম আহমদ অভি,সুবেগ,সুজেল ও জামিল আহমদসহ ১৫জন ব্যক্তিকে আহত হয়।
গত রোববার সাড়ে ১১টায় উপজেলার আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ গেইটের সামনে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে ফেইসবুকের লেখালেখি ঘটনা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগ কমী জয়নালকে নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগে ফেইসবুকে ব্যাপক লেখালেখি চলছে।
এঘটনার জের ধরেই ছাত্রদলের মিজান গ্রুপেব কমী এনাম আহমদ অভি,আমির আলী ও রাজনের নেতৃত্বে সাবেক এমপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন গ্রুপের ছাত্রদল কমীদের ওপর অতকিত হামলা চালায়। এ হামলায় কলেজ ছাত্রদলের কমী ছাদ মিয়া,সাব্বির আহমদ ও জযনাল আহত হন। এ ঘটনার প্রতিরোধ করতে গিয়ে সাবেক এমপি মিলন ও মিজান গ্রুপের মধ্যে আধা ঘন্টা ব্যাপি দেশী অস্ত্র ইট,পাটকেল, কাটা পাথর লাঠি লম্বা দা, দামদা ধাওয়া পাল্টা ধাওয়া বাধে। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়ক আধা ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনার নিয়ে ছাত্রদলের দু,গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে মিজান গ্রুপের পক্ষে সাবেক ছাত্রদল নেতা সুমন এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছাত্রলীগের কমীজয়নাল নিয়ে ফেইসবুকের লেখালেখি ঘটনা ছাত্রদলের দু কমীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এব্যাপারে মিলন গ্রুপের পক্ষে ছাত্রদলের নেতা মাহবুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মিজান গ্রুপের ছাত্রদল নামধারি অছাত্ররা আমাদের কলেজ ছাত্রদল কমীদের ওপর দেশি অস্ত্র নিয়ে অতকিত হামলায়। এ হামলায় কলেজের ছাত্র কয়েকজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভতি করা হয়েছে।
এব্যাপারে ওসি মুখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পরিস্থিতি শান্ত। বিএনপির আহবায়ক ফরিদ আহমদের নেতৃত্বে বিরোধটি নিস্পতি চেষ্টা চালাচ্ছেন।
বিষয়: #আহত #কমী #কেন্দ্র #গ্রুপ #ছাত্রদল #ছাত্রলীগ #জন #ধাওয়া #পথচারিসহ #পাল্টা #মধ্যে
