

রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে ৩টি খড়ের ভোলায় অগ্নি সংযোগ এবং বৃক্ষ ও সবজি ক্ষেত উজার করে দেয়ার ঘটনায় অভিযোগ দায়ের
সুনামগঞ্জে ৩টি খড়ের ভোলায় অগ্নি সংযোগ এবং বৃক্ষ ও সবজি ক্ষেত উজার করে দেয়ার ঘটনায় অভিযোগ দায়ের
আল হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জের বাঘমারা গ্রামে এক পরিবারের ৪ কৃষকের ৩টি খড়ের গাধায় অগ্নি সংযোগ এবং ২টি গাছের বাগানের বৃক্ষ কর্তন ও সবজি ক্ষেত উজার করে দেয়ার ঘটনার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ,সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত আবু তালেবের পুত্র কৃষক আলী আহমদ এবং তার ৩ পুত্র যথাক্রমে আমীর আলী (৩০) হযরত আলী (৩৫) ও মারফত আলী (৩২) তাদের স্বস্ব পরিবারবর্গ নিয়ে আলাদা আলাদা বসতঘরে বসবাস করে আসছিলেন। গত ২রা মে শুক্রবার দিবাগত রাত ৩টায় অজ্ঞাত দূর্বৃত্তরা আলী আহমদের চতুর্থ ছেলে আমীর আলীর বসত ঘরের সামনে ১টি খড়ের ভোলায় আগুন দিয়ে খড়ের ভোলাটি সম্পূর্ণরুপে জ্বালিয়ে দেয়। একই সময়ে তার জেষ্ঠ পুত্র হযরত আলীর বসত ঘরের পিছনে থাকা ১টি খড়ের ভোলায় এবং আলী আহমদের নিজের বসত ঘরের সামনে থাকা ১টি খড়ের ভোলায় আগুন জ্বালিয়ে উপর্যুপরী ক্ষতিসাধন করে। ঘটনাস্থলে পল্লীবিদ্যুতের একটি ট্রান্সফরমার ছিল। প্রতিবেশীরা তাৎক্ষনিকভাবে আগুন নির্বাপন না করলে ট্রান্সফরমারটি আগুনে পুড়ে অনেক প্রাণহানীর ঘটনা সংগঠিত হতো। পরদিন শনিবার অজ্ঞাত দূর্বৃত্তরা আলী আহমদের তৃতীয় পুত্র মারফত আলীর গাছ বাগানের বিভিন্ন জাতের গাছ ভেঙ্গে ঘুরিয়ে দেয় ও সব্জী ক্ষেতের বিভিন্ন ধরনের সব্জী উপরিয়ে ফেলে দেয়। এতে করে আলী আহমদ ও তার ছেলেদের মোট ৩টি খড়ের ভোলা আগুনে পুড়ে ছাইভস্ম হয় এবং গাছের বাগান ও সব্জী ক্ষেতের মারাত্মক ক্ষতিসাধিত হয়। ঘটনার কথা জানতে পেরে ইউপি সদস্য মুর্শিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার ক্ষয়ক্ষতি অবগত হন। এর আগেও ২ বার অজ্ঞাত দূর্বৃত্তরা একই কায়দায় আলী আহমদ ও তার ছেলেদের খড়ের ভোলায় অগ্নি সংযোগ করে। এলাকার সালিশী মোঃ শফিকুল ইসলাম,আব্দুল মালেক,শাহজাহান মিয়া,মফিজ মিয়া,অদুদ মিয়া,জাহাঙ্গীর হোসেন ও জমির আলী প্রমুখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আলী আহমদ ও তার ছেলেদের খড়ের ভোলায় এ পর্যন্ত ৩বার অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা। কিন্তু তিনি কোনবারই আইনের আশ্রয় না নেয়ায় অপরাধীরা বারংবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন,অজ্ঞাত অগ্নি সংযোগকারীরা গ্রেফতার হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে বলে আমরা মনে করি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুল কালাম বলেন,অগ্নি সংযোগের ঘটনা তদন্তের জন্য এসআই আনিসুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়: #অগ্নি #অভিযোগ #উজার #ক্ষেত #খড় #ঘটনা #দায়ের #বৃক্ষ #ভোলা #সংযোগ #সবজি #সুনামগঞ্জ
