

বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » একদিন আপনি চলে যাবেন, জনপদ হুমকির মুখে ফেলবেন না
একদিন আপনি চলে যাবেন, জনপদ হুমকির মুখে ফেলবেন না
বজ্রকণ্ঠ ডেস্ক::
মানবিক করিডোর চালুর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একদিন চলে যাবেন, কিন্তু আমাদের তো বাংলাদেশেই থাকতে হবে। আমাদের জনপদ হুমকির মুখে ঠেলে দেবেন না।’
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশ নিরাপত্তাঝুঁকি’ নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ড. রিপন বলেন, ‘আমরা হঠাৎ শুনলাম, প্রফেসর ইউনূস বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মিয়ানমারের জন্য একটি মানবিক করিডোর চালু করছেন। এটি দেশের জন্য সুখকর নয়। বিষয়টি দুঃখজনকভাবে গোপনে ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জনপদ রক্তাক্ত হোক, এটা নিশ্চয়ই কেউ চায় না। সব ছাত্র এখন আর আপনার সঙ্গে নেই। বাকিরা যার যার দলে চলে গেছেন। আপনি এখন কেবল ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াসউদ্দিন খোকন ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়া।
বিষয়: #আপনি #একদিন #চলে #জনপদ #না #ফেলবেন #মুখে #যাবেন #হুমকির
