

বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন
লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::
লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার -ইট ল ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমানের ছেলে। এ ডিগ্রি অর্জন করায় সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের মদীনা মহিলা স্কুলে এক সংবর্ধনার আয়োজন করে গোবিন্দগঞ্জ হাই স্কুল ২০০২ ব্যাচ।
বিশিষ্ট কমিউনিটি নেতা ফজল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার ইমান আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। আতিকুর রহমান আতিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল হক।
বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, ব্যারিস্টার উইলকক্স, মিটু চৌধুরী, আক্তার হোসেন, ছানাওর আলী কয়েছ, গয়াছুর রহমান, নাছরুল্লাহ খান জুনায়েদ, জুনেদ আহমেদ, কাউন্সিলর আবদাল উল্লাহ ও ফারুক আহমেদ, আবদুস শহিদ, মশাহিদ তালুকদার, আবদুর রউফ, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, নজরুল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, শরিফ উল্লাহ তালুকদার, বদরুজ্জামান শামিম, রাশিদা বেগম নেন্সি, ময়নুল ইসলাম খছরু, নাদির আলম, আশক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আবুল খায়ের, ব্যারিস্টার সুমন মিয়া, সামসুল হক ফারুক, কাজি ফয়সাল আহমেদ, সলিসিটর ওবায়দুল ইসলাম তানবীর, সৈয়দ জুলকার নাইন জুম্মা, মাওলানা মঞ্জুর আহমেদ, কয়ছর আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, ছাদিকুজ্জামান, আবদুল ওয়াহিদ তুহিন, মতিউর রহমান মতিন,সেলিম সরদার শওকত, সুজন আহমেদ,ওয়াদুদ আলম, রশিদ আহমেদ, দুলাল আহমেদ, ইকবাল হোসেন, ছালেহ আহমেদ, বায়েজিদ আলম,খালেদ আহমেদ, সাজ্জাদ আহমেদ,আরিফ তালোকদার,দিলোয়ার হোসেন দিলু,তৌহিদ আহমেদ,হারুনূর রসিদ জুয়েল,আনোয়ার হোসেন,বদরুজ্জমান,তোফায়েল আহমেদ,জাহেদুল হক শুয়েব,আবু মাসুদ,রেজাউল হক রুবেল,জাকারিয়া হেলন, মো:মাহফুজুর রহমান মাছুম, জাহাঙ্গীর আলম শিমু, আবদুল্লাহ আল মুমিন, আবু শামিম, মকবুল আহমেদ, হিরন, মাহবুব, শাহিন, রুহেল আহমেদ, আমিন , শোয়েদ আহমেদ,এমরাম, আনছার, ইকবাল, নাইম, জুয়েল,লোকমান,মাহদি, জাহেদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর পিতার স্বপ্ন পূরণে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিষয়: #ছাতকের #ব্যারিস্টার #মাহবুবুর #রহমান #লন্ডন #সংবর্ধিত #সুমন #হলেন
