

বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার
সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার
আল হেলাল.সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তার জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, জেল সুপার মোঃ মাঈন উদ্দিন,সহকারী কমিশনার সাহেল আহমেদ,সমাজসেবা কর্মকর্তা শাহীনূর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাসান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি শহীদ নুর আহমদ প্রমুখ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সেমিনারে প্রধান অতিথি বলেন, খাদ্য গ্রহনকালে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। গ্রহন করতে হবে ভেজাল ও দুষনমুক্ত নিরাপদ খাদ্য। ভেজাল খাবার গ্রহন থেকে মানুষকে বিরত রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমে বেশী করে সচেতনতামূলক লেখা প্রচার করতে হবে।
বিষয়: #খাদ্য #গণমাধ্যমের #নিরাপদ #বাস্তবায়ন #ভুমিকা #শীর্ষক #সুনামগঞ্জ #সেমিনার
