বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » এ বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
এ বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::
![]()
[ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫] ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু বীমা দাবির পরিমাণ ছিল ৭৭ কোটি, স্বাস্থ্য-সম্পর্কিত বীমা দাবি ৩৯ কোটি এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির পরিমাণ ছিল ১৩ কোটি টাকা।
দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করা গার্ডিয়ান এর অন্যতম লক্ষ্য; আর এ লক্ষ্যপূরণে ৯৫ ভাগ বীমা দাবিই মাত্র ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও, তারা ৪৫০-টিরও বেশি দেশী ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। এ বছরের প্রথম প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি সহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান গার্ডিয়ান এর বীমা সেবার আওতায় এসেছে। একইসাথে, দেশের ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষকে বীমার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি এবং এই সংখ্যা আরও বাড়ানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে গার্ডিয়ান – এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “বীমা সেবাকে সবার জন্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি আমরা। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করার প্রতিশ্রুতি অর্জন করার লক্ষ্যে আমরা মাত্র তিন কার্য দিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ করে আসছি।
উল্লেখ্য, গার্ডিয়ান এর হেল্পলাইন (১৬৬২২) এর মাধ্যমে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও, গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান নিয়ে এসেছে চ্যাটবট, টেলিমেডিসিন সহ আরও অন্যান্য সেবা।
বিষয়: #গার্ডিয়ান #নিষ্পত্তি




ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
