মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » কারাগার থেকে ট্রাইব্যুনালে সাবেক এমপি ফজলে করিম
কারাগার থেকে ট্রাইব্যুনালে সাবেক এমপি ফজলে করিম
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।
প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের রাউজানসহ বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার ঘটনা ঘটেছে। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে।
গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় ফজলে করিম চৌধুরীকে।
বিষয়: #এমপি #করিম #কারাগার #ট্রাইব্যুনালে #থেকে #ফজলে #সাবেক




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
