 
       
  সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলা » দুর্দান্ত গোলে আরেক ইতিহাস মেসির
দুর্দান্ত গোলে আরেক ইতিহাস মেসির
স্পোর্টস ডেস্ক::

লিওনেল মেসি, রেকর্ড, ইতিহাস-সবই যেন সমার্থক শব্দ। সোমবার যুক্তরাষ্ট্রের সকার লিগে (এমএলএস) দুর্দান্ত এক গোল করে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।
যদিও তার দল ইন্টার মিয়ামি জিততে পারেনি। তবে মেসির গোলে ভর করেই টরেন্টো এফসির বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি।
যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ সমতা ফেরান মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।
এই গোলের মাধ্যমেই স্বদেশি গঞ্জালো হিগুয়েনকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন মেসি। ২৯ নিয়মিত মৌসুম ম্যাচে মেসির গোলে অবদান দাঁড়িয়েছে ৪৪টি। এর মধ্যে গোল ২৪টি, ২০টি অ্যাসিস্ট।
মেসির আগে সবচেয়ে কম ম্যাচে এই রেকর্ডটি ছিল হিগুয়েনের। তবে হিগুয়েনের মেসির সমান অবদান রাখতে লেগেছিল ৬৭ ম্যাচ। গোলের দিক থেকেও হিগুয়েনের খুব কাছে আছেন মেসি। আর মাত্র পাঁচ গোল করলেই আর্জেন্টাইন সতীর্থের সমান হয়ে যাবেন তিনি।
বিষয়: #আরেক #ইতিহাস #গোলে #দুর্দান্ত #মেসির
 

 
       
       
      



 ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
    ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি     হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
    হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড     বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
    বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব     দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
    দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা     দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা
    দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা     হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
    হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি     বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়
    বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়     নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ফিরছে আজ
    নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ফিরছে আজ     মলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ডের একাই পাঁচ
    মলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ডের একাই পাঁচ     একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল
    একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 