রবিবার ● ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » ডুবোচরে আটকে যাওয়া বাল্কহেড থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড
ডুবোচরে আটকে যাওয়া বাল্কহেড থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড
মনির হোসেন::
![]()
ডুবোচরে আটকে যাওয়া যাত্রীবাহী বাল্কহেডের তিন শতাধিক যাত্রীকে ভোলার ইলিশা থেকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
রবিবার (৩০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ মার্চ শনিবার রাত ৮ টায় ভোলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট নিকটস্থ ডুবো চরে লক্ষ্মীপুর হতে ইলিশাগামী একটি যাত্রীবাহী বাল্কহেড “এমবি জাকারিয়া জিহাদ-১’’ ৩০০ জন যাত্রীসহ আটকে যায়।
এসময় বাল্কহেডের একজন যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক অতিদ্রুত ৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে।
অতঃপর কোস্ট গার্ডের উদ্ধারকারী দল সকল যাত্রীদের কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করে। উদ্ধারকৃত সকল যাত্রী কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, উক্ত বাল্কহেডের যাত্রী পরিবহনের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ করায় বাল্কহেডটিকে ৩ জন ক্রুসহ আটক করা হয়। আটককৃত বাল্কহেড এবং ক্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে।
বিষয়: #আটকে #উদ্ধার #করলো #কোস্টগার্ড #ডুবোচরে #থেকে #বাল্কহেড #যাওয়া #৩০০ যাত্রীকে




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
