মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড
মনির হোসেন
![]()
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। 
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
বাংলাদেশ কোস্ট গার্ড তার চারটি জোনের এখতিয়ারভুক্ত ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে ঈদ উপলক্ষ্যে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষ করে ঢাকার বুড়িগঙ্গা নদী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া ও বরিশালের মেঘনা নদীসহ ঢাকা-চাঁদপুর-বরিশাল-পটুয়াখালী-ভোলা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে কোস্ট গার্ড। একইসঙ্গে চট্টগ্রামের সদর ঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট ও কুমিড়া ঘাট, কক্সবাজার ৬নং ঘাট, আদিনাথ মন্দির ঘাট ও বড়ঘোপ ঘাট, খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান ঘাট মোংলার শরণখোলা ও কৈখালী লঞ্চ/খেয়া ঘাট, ভোলার ইলিশা ও ভেদুরিয়া লঞ্চ ঘাট, পটুয়াখালী লঞ্চ ঘাট এবং বরিশালের ডিসি লঞ্চ ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।
বিষয়: #ঈদ #উপলক্ষ্যে #উল #কোস্টগার্ড #নিরাপত্তায় #নৌপথে #ফিতর #বাংলাদেশ #সার্বিক
      
      
      



    সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা    
    সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মুক্তাদির    
    সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা    
    দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা    
    পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল    
    নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে   সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ    
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ    
    সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি    
    গণভোটে রাজনৈতিক দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নিবে সরকার    
    পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা    
  