মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদ উপলক্ষ্যে ৯ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
ঈদ উপলক্ষ্যে ৯ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
বজ্রকণ্ঠ :::

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। সরকারি ছুটি ব্যতীত অন্য দিনগুলোতে পোর্ট অভ্যন্তরীণ লোড আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি বলেন, গত ১৭ মার্চ ভারতের হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রবিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে পত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়: #ঈদ #উপলক্ষ্যে #স্থলবন্দর




সাতদিনে যৌথ অভিযানে গ্রেফতার ১৫১, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা সরকারের
গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ৫ দিনে বৃষ্টির পূর্বাভাস
গাজায় এখনও অনাহারে ১১ হাজারের বেশি গর্ভবতী নারী
তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল
‘প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘বাংলাদেশের ইতিহাসে কনসিকন্সিয়াল নির্বাচন’
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
