রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সুনামগঞ্জ সড়কে যৌথ বাহিনীর চেক পোস্টে ৮টি মামলা, ৩১হাজার ৫শ টাকা আদায়
সিলেট সুনামগঞ্জ সড়কে যৌথ বাহিনীর চেক পোস্টে ৮টি মামলা, ৩১হাজার ৫শ টাকা আদায়
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি::

সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে যৌথবাহিনী যানবাহনে তল্লাশী ও কাগজপত্র যাচাই করেন। শনিবার রাত ১১ঘটিকার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে সেনাবাহিনী ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের যৌথ চেক পোস্ট বসানো হয়।
জানাযায়, সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে সেনাবাহিনী ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের যৌথ চেক পোস্টে
যানবাহন তল্লাশী ও কাগজপত্র যাচাই কালে ৬টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার আটক করা হয়। এসময় চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র দেখাতে না পারায় মোট ৭টি মামলা দেয়া হয়। মামলার জরিমানার টাকা এ্যাপসের মাধ্যমে সাথে সাথে পরিশোধ করে তাদের নিজ নিজ যানবাহন ছাড়িয়ে নেয়া হয়। ৭টি মামলায় মোট জরিমানা হয় ২৯ হাজার টাকা। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন সুয়েবের নেতৃত্বে একদল সেনা সদস্য ও জয়কলস হাইওয়ে থানার এসআই নাজমুল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে জয়কলস হাইওয়ে থানার পৃথক চেক পোস্টে শিং মাছ ভর্তি দুটি পিকআপ গোবিন্দগঞ্জে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একটি পিক-আপে মামলা দেয়া হয়। মামলায় জরিমানা করা হয় ২হাজার ৫শ টাকা। অপর পি3কআপের কাগজে মামলা থাকায় আর মামলা দেয়া হয়নি। পরে শিং মাছ ভর্তি ২টি পিকআপকে হাইওয়ে পুলিশ ফেরত পাটিয়ে দেন। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রশিদ সরকার বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১টি পিকআপকে মামলা দেয়া হয়েছে। অপর গাড়ীর কাগজে মামলা রয়েছে। ২টি পিকআপকে ফিরত পাটিয়ে দিয়েছি।
বিষয়: #সিলেট #সুনামগঞ্জ #সড়ক




সিলেটসহ সারা দেশে বহিস্কৃত নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি
লাল গাড়িতে তারেক রহমান, রাস্তার দু’ধারে জনতা
বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
ফলোআপ-রাণীনগরে হত্যা না আত্নহত্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন
শোক সংবাদ সমাজ চিন্তক মহশিন উদ্দিন কাজল আর নেই
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি মদ ও নগদ টাকাসহ নারী আটক
টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
