শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » মাথায় গুলিবিদ্ধ পামেলার মরদেহ উদ্ধার
মাথায় গুলিবিদ্ধ পামেলার মরদেহ উদ্ধার
![]()
বিনোদন ডেস্ক::
বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী পামেলা বাকের মরদেহ। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। পামেলা ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’-এর মতো ছবিগুলোতে অভিনয় করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
নিউইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, গত বুধবার হলিউড হিলসে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় পামেলার নিথর দেহ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাচ্ছিলেন না কেউ। চিন্তিত পরিবারের সদস্যরা সাহায্য চেয়ে জরুরি সেবায় ফোন করলে রাত ১০টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।
পামেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার সাবেক স্বামী ডেভিড হ্যাসেলহফ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফকে বিয়ে করেন পামেলা। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।
পামেলা বাক ১৯৭০ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টি.জে. হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’-এর মতো নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।
বিষয়: #উদ্ধার #গুলিবিদ্ধ #পামেলার #মরদেহ #মাথায়




এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
ভক্তদের চমকে দিলেন জয়া
সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
