শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেলো হিযবুতের কর্মীরা
পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেলো হিযবুতের কর্মীরা
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক:: 
পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মার্চ ফর খিলাফাহ নামে মিছিল করেছে নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মীরা। তারা মসজিদের উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় গিয়ে থেমে যায়। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে নামাজের পর থেকে শুরু হয়ে হিযবুত কর্মীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সোয়া দুইটা পর্যন্ত।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে দেখা যায়, রাজধানীর পল্টন মোড় এলাকায় এখনো সতর্ক অবস্থানে আছে পুলিশ। তবে হিজবুতের কাউকে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনটি জুমার ফরজ নামা শেষ হতেই মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর মিছিল নিয়ে পানির টাংকি এলাকায় গিয়ে তাদের স্লোগান দিতে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেছন থেকে লাঠিচার্জ এবং টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় মিছিলকারীরা ফের বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।
দুপুর ২টা ১৫ মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পানির ট্যাংকি এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।
      
      
      



    শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০    
    এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত: ইসি সচিব    
    এনসিপিসহ নিবন্ধন পেল ৩ রাজনৈতিক দল    
    সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা    
    সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মুক্তাদির    
    সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা    
    দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা    
    পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল    
    নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে   সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ    
  