শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেলো হিযবুতের কর্মীরা
পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেলো হিযবুতের কর্মীরা
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক::
পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মার্চ ফর খিলাফাহ নামে মিছিল করেছে নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মীরা। তারা মসজিদের উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় গিয়ে থেমে যায়। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে নামাজের পর থেকে শুরু হয়ে হিযবুত কর্মীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সোয়া দুইটা পর্যন্ত।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে দেখা যায়, রাজধানীর পল্টন মোড় এলাকায় এখনো সতর্ক অবস্থানে আছে পুলিশ। তবে হিজবুতের কাউকে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনটি জুমার ফরজ নামা শেষ হতেই মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর মিছিল নিয়ে পানির টাংকি এলাকায় গিয়ে তাদের স্লোগান দিতে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেছন থেকে লাঠিচার্জ এবং টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় মিছিলকারীরা ফের বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।
দুপুর ২টা ১৫ মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পানির ট্যাংকি এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।




উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ব্রেকিং নিউজ উসমান হাদি মারা গেছেন
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
