বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে আল্লার দর্গায় ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা মেরামত ভেস্তে গেছে ॥ পিচ রাস্তা ভেঙ্গে হচ্ছে হেরিংবন্ড
দৌলতপুরে আল্লার দর্গায় ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা মেরামত ভেস্তে গেছে ॥ পিচ রাস্তা ভেঙ্গে হচ্ছে হেরিংবন্ড
খন্দকার জালাল উদ্দিন:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী খ্যাত আল্লার দর্গা বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা নির্মাণের কাজ ভেস্তে গেছে। জানা গেছে বিগত সরকারের সময় থেকে এলাকার মানুষ দীর্ঘদিনের আশা রাস্তার দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা ও পাকা ঢালাই রাস্তার দাবিতে বিভিন্ন সময় মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে এসেছে।
বর্তমান সরকারের প্রতিনিধিদের কাছেও এই প্রত্যাশাই করেছিল এলাকাবাসী, কিন্তু এখন ড্রেনেজ ব্যবস্থা ও পাকা রাস্তা নির্মাণের স্বপ্ন ভেস্তে গেছে এলাকাবাসীর। বর্তমান সরকারের প্রতিনিধিরা এলাকায় প্রভাবশালী কাউকে খুশি করার উদ্দেশ্যে পিচের রাস্তা বেকুযন্ত্র দ্বারা উঠায়ে তৈরি করা হচ্ছে ইটের হেয়ারিং বন্ড রাস্তা, যা ছয় মাসও টিকে থাকবে মনে হয়না। জানা গেছে এই বরাদ্দটির পরিমাণ প্রায় পৌনে ২ কোটি টাকা। এলাকার সচেতন মহল বিষয়টিকে নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে, পৌনে দুই কোটি টাকা ব্যায় করলে ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন হতে পারত।
আবার রাস্তার ভাঙ্গা অংশ টুকু মেরামতের জন্যও পৌনে দুই কোটি টাকা যথেষ্ট ছিল। অথচ এই রাস্তাকে ভেঙ্গে কমা ইটের হেয়ারিং বন্ড করা হচ্ছে, এলাকাবাসীর জিজ্ঞাসা এ বরাদ্দ কাকে খুশি করার জন্য? এ যাবৎ পর্যন্ত কোন কালে কখনো রোডস্ এন্ড হাইওয়ে তে এমন রাস্তা দেখেনি এলাকাবাসী। অজগ্রামেও পিচ ঢালা রাস্তা রয়েছে অথচ একটি জনবহুল শিল্প এলাকায় বাজারের মধ্যে হেয়ারিং বন্ড হওয়ায় এলাকাবাসী চরম হতাশা এবং এই সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলেই ধারণা করছে। প্রায় দেড় কিলোমিটার বাজার এলাকা, মানুষের দাবি ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাটি উঁচু করে নির্মাণ করা হবে। কিন্তু সেটা না হয়ে, হচ্ছে কমা নি¤œ মানের ইটের তৈরি হেরিংবন্ড রাস্তা। ব্যর্থতা ও সফলতা কার হল ? জনগণ জানতে চায়।
দৌলতপুরের সিংহদ্বার খ্যাত আল্লার দর্গা শিল্প এলাকা থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। বাজারের দেড় কিলোমিটার রাস্তা সরকারের কোন খাত থেকে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা নির্মাণের মত টাকা বরাদ্দ হয়নি, বড়ই দুঃখ জনক। এলাকাবাসী এবং সচেতন মহল বিষয়টিকে নিয়ে যেমন হতাশা তেমন চরম হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এলাকার ব্যবসায়ীরা বলছে আগে সাদা ধূলা উপহার দিয়েছে. এবার লাল ধূলা উপহার। বিষয়টি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
বিষয়: #আল্লা #ড্রেনেজ #দর্গা #দৌলতপুর #ব্যবস্থা




উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ব্রেকিং নিউজ উসমান হাদি মারা গেছেন
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
