 
       
  সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ৯, সড়ক-বাড়িঘর প্লাবিত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ৯, সড়ক-বাড়িঘর প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে বিভিন্ন রাজ্যের সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ পরিবার।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না, জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।
জর্জিয়ায় বৃষ্টির ফলে উপড়ে পড়া একটি গাছের আঘাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা নবম প্রাণহানির ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।
কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা—এই আটটি রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে আট রাজ্যে রোববার রাত পর্যন্ত পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।
সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
কেন্টাকির গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে ৩০০টির বেশি সড়ক বন্ধ রয়েছে। তিনি জরুরি দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হোয়াইট হাউজে আবেদন করেছেন।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা অনুমোদন করেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বন্যার সবচেয়ে ভয়াবহ দিক এখনো শেষ হয়নি। কেন্টাকি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এরিক গিবসন বলেন, নদীগুলো আরও ফুলেফেঁপে উঠতে পারে।
জাতীয় আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ পূর্বাভাসদাতা বব ওরাভেক বলেন, বন্যার প্রভাব কিছুদিন থাকবে, অনেক নদী ও খাল এখনো ফুলেফেঁপে উঠেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে একটি পোলার ভোর্টেক্স যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে, যার ফলে উত্তর রকি পর্বতমালা ও নর্দার্ন প্লেইনসে তাপমাত্রা দ্রুত কমে যাবে। কলোরাডোর ডেনভার শহরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেখানে এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বিষয়: #নিহত #প্লাবিত #বন্যা #বাড়িঘর #ভয়াবহ #যুক্তরাষ্ট্র #সড়ক
 

 
       
       
      



 নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৩৬
    নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৩৬     বাংলাদেশ-নেপালের পর জেন-জি বিক্ষোভে আরেক সরকারের পতন
    বাংলাদেশ-নেপালের পর জেন-জি বিক্ষোভে আরেক সরকারের পতন     যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪
    যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪     গাজায় আরও ৯১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
    গাজায় আরও ৯১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল     এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫
    এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫     অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
    অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর     কাতারে ইসরাইলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প
    কাতারে ইসরাইলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প     আটকে পড়া বিদেশিদের দ্রুত সহায়তা চাইতে বলল নেপালের সেনাবাহিনী
    আটকে পড়া বিদেশিদের দ্রুত সহায়তা চাইতে বলল নেপালের সেনাবাহিনী     হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী
    হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী     নেপালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
    নেপালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 