শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের হত্যা মামলার প্রধান আসামী রায়হান-কে গ্রেফতার
নবীগঞ্জের হত্যা মামলার প্রধান আসামী রায়হান-কে গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ন ১৪৩১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে পূর্ব শত্রুার জের ধরে মোস্তাকিম মিয়াকে তার নিজ ঘরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।

জানাযায়, গত ২৪ নভেম্বর রাত অনুমান ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাব-৯ ও হবিগঞ্জ ক্যাম্প-৩ এর যৌথ অভিযানে গতকাল (৫ ডিসেম্বর) ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জের নবীগঞ্জ থানায় গত ২৫ নভেম্বর একটি মামলা হয়, মামলা নং ১৩/১৯৫, ধারা: ৩০২/৩৪ ও পেনাল কোড ১৮৬০ মূলে) এর মূলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিক এর পুত্র রায়হান উদ্দিন (২২)। ধৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধিন রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #আসামী #গ্রেফতার #নবীগঞ্জ #প্রধান #মামলা #রায়হান #হত্যা




সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অন্যায্য সাজা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
