বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র হাতবোমা ইয়াবাসহ ৪ ডাকাত আটক
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র হাতবোমা ইয়াবাসহ ৪ ডাকাত আটক
মনির হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে খুলনার রুপসা থেকে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ডাকাত দলের কাছ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ,
২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন ৩০ অক্টোবর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর বুধবার রাত ১২টা ১৫ মিনিটে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যদের জোরপূর্বক দখল করা ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি মোবাইল ফোন সহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) সহ তার ৩ জন সহযোগীকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ডাকাত সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাপশন-
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর বুধবার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে খুলনার রুপসা থেকে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
বিষয়: #অভিযান #অস্ত্র #কোস্টগার্ড #যৌথ




দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় মুক্তিযুদ্ধের সময়ের একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ
ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শামীমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে স্ট্রাসবার্গ আদালত
নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার : তারেক রহমান
জামিন নিতে এসে পিটুনিতে প্রাণ গেল আইনজীবীর
বছরের প্রথম দিন ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন
2026 সালের নববর্ষ উদযাপন লাইভ!
খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু
মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
