বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Default Category » রাণীনগরে মুখোশধারীদের মারধরে যুবদল নেতা হাসপাতালে
রাণীনগরে মুখোশধারীদের মারধরে যুবদল নেতা হাসপাতালে
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে মুখোশধারীদের মারধরে আব্দুল বারিক (৩০) নামে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মুখোধারীরা যুবদল নেতার নিকট থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিন্তাই করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবারর রাতে উপজেলার ভেটি-মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায়। আহত যুবদল নেতা ওই এলাকার অলংকার দিঘী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে।
আব্দুল বারিকের স্বজনরা জানান,মঙ্গলবার রাত অনুমান ৮টা নাগাদ এলাকার ভেটি বাজার থেকে হেটে বাড়ী ফিরছিলেন। এসময় ভেটি মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায় পৌছলে প্রথমে দুই জন মুখোশধারী তার পথরোধ করে। এর পর আরো তিনজন এসে লোহার রড,স্টিক দিয়ে বেদম মার ধর করে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। স্বজনরা আরো জানান,আব্দুল বারিক জমি কটকবলা রেখে দুই লক্ষ টাকা নিয়ে একাই হেঁটে বাড়ী ফিরছিলেন। এসময় পথি মধ্যে এঘটনা ঘটে।
কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন,আহত আব্দুল বারিক ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আনোয়ার হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,রাতেই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি বলে জানান তিনি।
বিষয়: #নেতা #মারধর #মুখোশধারী #যুবদল #রাণীনগর #হাসপাতাল




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
