সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » নাগরিক সংবাদ » ইউসিবির টাউন হল সভা অনুষ্ঠিত
ইউসিবির টাউন হল সভা অনুষ্ঠিত

‘ইউনাইটেড ইন ইনটিগ্রিটি, গ্রোয়িং সাসটেইনেবিলি’ এই স্লোগান নিয়ে আজ বিকেলে (৯ সেপ্টেম্বর ২০২৪) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যম জুমে অনুষ্ঠিত এই টাউন হল সভায় ইউসিবির শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান ও বিভিন্ন সাবসিডিয়ারি প্রধানগণসহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউসিবির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করে যাচ্ছে। এজন্য আমি ইউসিবির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের আত্মবিশ্বাস ও সততার সঙ্গে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করছি। আমি বিশ্বাস করি যে, আমরা সবাই মিলে যদি যদি সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করি তাহলে ইউসিবিকে শুধু আর্থিকভাবে শক্তিশালী নয়, বরং ব্যাংকিং-শিল্পে উৎকর্ষতার একটি মডেলে পরিণত করতে পারব।
গ্রাহকদের প্রতি সততা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির মূলনীতির প্রতি দায়বদ্ধ থেকে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আগামী দিনে ইউসিবি স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হবে। আমাদের লক্ষ্য ইউসিবিকে ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে পুনস্থাপন করা, যা আমাদের শক্তিশালী ব্যবস্থাপনা, নৈতিক অনুশীলন এবং স্টেকহোল্ডারদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।
প্রশ্নোত্তর পর্বে তিনি ইউসিবিকে একটি কর্মীবান্ধব ও ব্যবসাবান্ধব ব্যাংকে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিষয়: #অনুষ্ঠিত #ইউসিবি #টাউন #সভা #হল




আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
এনার্জিপ্যাকের নতুন ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্বোধন
ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় এনআইওএইচ ও রোশ বাংলাদেশের আয়োজনে গোলটেবিল বৈঠক
