 
       
  শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » লাইফস্টাইল » রক্তস্বল্পতা দূর করতে উপকারী আমড়া
রক্তস্বল্পতা দূর করতে উপকারী আমড়া

চলছে আমড়ার মৌসুম। এই সময় বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। ভিটামিন ও মিনারেলে ভরপুর এই দেশি ফলটি খেলে দূরে থাকতে পারেন অনেক ধরনের রোগ থেকে। বিশেষজ্ঞরা বলেন, মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। তার মধ্যে একটি হলো আমড়া। দামি ফল আপেলের চেয়ে আমড়ায় প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি।
তাই বেছে নিতে পারেন আমড়া। আমড়া খেতে টক-মিষ্টি স্বাদের। এটি কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু আচার, চাটনি ও জেলি তৈরি করা যায়। অনেকে তরকারি হিসেবে রান্না করে খান।
পুষ্টিগুণ
আমড়ায় জলীয় অংশ রয়েছে ৮৩ দশমিক ২, খনিজ শূন্য দশমিক ৬, লৌহ শূন্য দশমিক ৩৯, আঁশ শূন্য দশমিক ১, চর্বি শূন্য দশমিক ১, আমিষ ১ দশমিক ১, শর্করা ১৫, ক্যালসিয়াম শূন্য দশমিক ৫৫ শতাংশ।
আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, লোহা, ক্যালসিয়াম আর আঁশ রয়েছে। যা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচুর ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর মধ্যে ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অসুস্থ ব্যক্তিরা আমড়া খেলে মুখের স্বাদ ফিরিয়ে আসে। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। শিশুদের দৈহিক গঠনে এটি খুব দরকারি। রক্তস্বল্পতাও দূর করে।
যেসব কারণে আমড়া খাওয়া উচিত-
১. আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ প্রয়োজনীয়।
২. আমড়া পিত্তনাশক ও কফনাশক।
৩. আমড়া খেলে অরুচিভাব দূর হয়।
৪. মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বৃদ্ধি করে।
৫. বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমড়া উপকারী।
৬. রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে।
৭. অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
বিষয়: #আমড়া #উপকারী #রক্তস্বল্পতা
 

 
       
       
      



 সপ্তমীর সকালের নাশতায় থাকুক তালের ফুলকো লুচি ও দই আলু
    সপ্তমীর সকালের নাশতায় থাকুক তালের ফুলকো লুচি ও দই আলু     ঘুম থেকে ওঠার পরই কেন বাড়ে স্ট্রোকের ঝুঁকি
    ঘুম থেকে ওঠার পরই কেন বাড়ে স্ট্রোকের ঝুঁকি     দুপুরের খাবারের আগে সালাদ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
    দুপুরের খাবারের আগে সালাদ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা     কিডনির জন্য উপকারী যে ফল
    কিডনির জন্য উপকারী যে ফল     বিশ্বে জনপ্রিয় হচ্ছে গাছের দুধ!
    বিশ্বে জনপ্রিয় হচ্ছে গাছের দুধ!     সন্তানকে শুধু শাসন নয়, বন্ধু হতে শিখুন
    সন্তানকে শুধু শাসন নয়, বন্ধু হতে শিখুন     রাতে ঘুম বাড়ায় ৩ খাবার
    রাতে ঘুম বাড়ায় ৩ খাবার     ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস
    ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস     এসময় জ্বর: ভাইরাস নাকি সাধারণ বুঝবেন যেভাবে
    এসময় জ্বর: ভাইরাস নাকি সাধারণ বুঝবেন যেভাবে     ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে
    ঈদের দিন যদি বৃষ্টি হয়! কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 