বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » খেলা » রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল মদ্রিচের
রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল মদ্রিচের
বজ্রকণ্ঠ নিউজ
![]()
তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও একবছর বাড়িয়েছে রিয়াল। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। একই সঙ্গে আগামী মৌসুমে লস ব্লাঙ্কোসদের নেতৃত্বও দিবেন তিনি।
রিয়ালের সঙ্গে মদ্রিচের চুক্তির মেয়াদ ছিল এ বছরের জুন পর্যন্ত। বিদায়ী মৌসুমই স্প্যানিওশ জায়ান্টদের হয়ে তাঁর শেষ- এমন ধারণাও করেছিলেন অনেকে। তবে লা-লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্যারিয়ারের ইতি টানেন রিয়ালের আরেক কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুজ। এরপর জানা যায়, মদ্রিচের সঙ্গেই আরও এক বছরের চুক্তি বাড়াবে রিয়াল।
মদ্রিচ রিয়ালে যোগ দেন ২০১২ সালে। এরপর গত এক যুগে স্প্যানিশ জায়ান্টদের হয়ে দারুণ সব অর্জন করেছেন তিনি, জিতেছেন অসংখ্য শিরোপা। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি জিতেছেন ২৬টি শিরোপা, এর মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৪টি লা-লিগা শিরোপা জিতেছেন তিনি।
বিষয়: #চুক্তি #মদ্রিচ #মেয়াদ #রিয়াল #সঙ্গে




তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা
হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ফিরছে আজ
