বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » লাল গাড়িতে তারেক রহমান, রাস্তার দু’ধারে জনতা
লাল গাড়িতে তারেক রহমান, রাস্তার দু’ধারে জনতা
নিজস্ব প্রতিবেদক ::
প্রায় ২১ বছর পর তিনি আবার এলেন সিলেটে। তার জন্য অপেক্ষার প্রহর গুনেছেন এ অঞ্চলের স্থানীয় জাতীয়তাবাদী ঘরানার মানুষ। এমনকি রাজনীতির বাইরের মানুষও। কারণ, তার শ্বশুরবাড়ি এই সিলেটে। তারপর প্রায় দেড় যুগ ছিলেন প্রবাসে, স্বেচ্ছা নির্বাসনে। এসব কারণে তাকে দেখার অপেক্ষায় ছিলেন সিলেটবাসী। তার অবসান হয়েছে। তিনি এলেন বিমানে, লালগাড়িতে করে ঢুকলেন সিলেট শহরে আর রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানালেন।
![]()
ঘটনা বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার পরের। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার মেয়ে ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দকে বহনকারী বিমান অবতরণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখনে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপির কেন্দ্রীয় সব সিলেটী নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সময় পেরিয়ে যায় রাত সাড়ে ৮টা। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তারেক রহমানের বহুল আলোচিত ও কৌতুহলের কেন্দ্রে থাকা বুলেট প্রুফ বাসটিতে করে তারা রওনা হন হযরত শাহজালাল (র.) এর মাজারের উদ্দেশ্যে। লাল বাসটি সামনে এগুতে থাকে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে। এসময় উচ্ছসিত জনতা তাকে দেখে হাত নাড়েন, কেউ কেউ ধরেন শ্লোগান। আর প্ল্যাকার্ডে নানান ধরনের শুভেচ্ছা বার্তাতো ছিলোই। জবাবে তারেক রহমানও হাত নেড়ে কখনোবা সালাম জানিয়ে সবার শুভেচ্ছার জবাব দিয়ে যাচ্ছিলেন।
বিপত্তি বাধে একেবারে এয়ারপোর্ট রোডের চৌকিদেখী পৌঁছার পর। অপেক্ষারত সাধারণ মানুষ তাদের আবেগের বহির্প্রকাশ ঘটাতে এক পর্যায়ে কঠোর নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে নেমে আসেন রাস্তায়, তারেক রহমানের গাড়ির একেবারে সামনে। তারেক রহমানও হাসি মুখে হাতনেড়ে শুভেচ্ছা জানান। পরে দ্রুত র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আবারও রাস্তা পরিস্কার হয়। তারেক রহমানের গাড়ি ধীরে ধীরে এগুতে থাকে নগরীর ভেতরে হযরত শাহজালাল (র.) এর মাজারের দিকে।
মাজার এলাকাতেও তার লাল গাড়িটিকে কেন্দ্র করে মানুষে কৌতুহল উচ্ছ্বাসের কমতি ছিলনা। রাত সাড়ে ৮টার একটু পরে তার গাড়িটি প্রবেশ করে মাজার এলাকায়। দ্রুত তিনি জিয়ারত সেরে ফেলেন। এরপর বিশেষ মোনাজাত করেন।
রাত সোয়া ৯টার পর তারেক রহমান তার সঙ্গীদের নিয়ে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন। এরপর মাজার এলাকার গোরস্তানে আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিলেটের এক সূর্যসন্তান কর্নেল আতাউল গনি ওসমানীর কবর জিয়ারত করেন। তিনি মাজার এলাকায় আরও কিছু সময় অবস্থান করেন। পরে রাত প্রায় ১০টার দিকে তার লাল গাড়িটি রওনা হয় হযরত শাহপরান (র.) এর মাজারের উদ্দেশ্যে। কখনো চেনা পথ, কখনোবা জনতার ঢলে থমকে যাওয়ার এড়াতে অচেনা পথ হয়ে মাত্র ১০/১৫ মিনিটের পথ অতিক্রম করতে তার লেগে যায় প্রায় ৬০ মিনিট। রাত ১১টার দিকে তার গাড়িটি পৌঁছায় হযরত শাহপরাণ (র.) এর মাজার এলাকায়।
এই পুরো পথজুড়ে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ এমনকি শিশু বা কিশোর-কিশোরীরাও ছিলেন হৃদয় ভরা শুভেচ্ছা নিয়ে, কেউ বা ছিলেন স্রেফ আগ্রহ আর কৌতুহল মেটাতে।
তিনি শাহপরানের মাজার জিয়ারত শেষে রওনা হন তার শ্বশুরবাড়ির পথে, দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। দুরত্ব খুব বেশি না হলেও জনদার ভিড় ঠেলে যেতে যেতে যে কত রাত হয়, সেটা নিয়েও ভাবছেন অনেকে।
সৌজন্যে-সূত্র:: সিলেটভিউ২৪
বিষয়: #গাড়ি #জনতা #তারেক #দু’ধারে #রহমান #রাস্তা #লাল




সিলেটসহ সারা দেশে বহিস্কৃত নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি
বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
ফলোআপ-রাণীনগরে হত্যা না আত্নহত্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন
শোক সংবাদ সমাজ চিন্তক মহশিন উদ্দিন কাজল আর নেই
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি মদ ও নগদ টাকাসহ নারী আটক
টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
