বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঝিনাইগাতীতে তীব্র শীতে গারো পাহাড়ে মানবিকতার উষ্ণতা ছড়াচ্ছেন ইউএনও
ঝিনাইগাতীতে তীব্র শীতে গারো পাহাড়ে মানবিকতার উষ্ণতা ছড়াচ্ছেন ইউএনও
বজ্রকণ্ঠ ::
![]()
ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলের দরিদ্র মানুষ, আদিবাসী পরিবার, এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।
এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। গত কয়েকদিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকার এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি। তার এই মানবিক উদ্যোগে শীতের কনকনে বাতাসেও উষ্ণ হয়ে উঠেছে গারো পাহাড়ের মানুষের হৃদয়। এখন ইউএনও রাসেলের নাম উচ্চারিত হচ্ছে কৃতজ্ঞতা আর ভালোবাসার সঙ্গে একজন প্রশাসক হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে।
জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইউএনও মো. আশরাফুল রাসেল নিজে মাঠে নেমে পড়েছেন। তিনি সরাসরি এতিমখানা ও মাদরাসায় গিয়ে শিশুদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। রাতের আঁধারে কনকনে ঠাÐায় পাহাড়ের দুর্গম এলাকা, আদিবাসী পাড়া, পথচারী ও খেটে খাওয়া মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। রাস্তায় থাকা অসহায় মানুষদেরও বাদ দেননি তিনি। তার এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
রাংটিয়া এলাকার আদিবাসী নীলাদ্রি বলেন, ‘শীতে আমাদের কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়ে গেছেন। আমরা খুব খুশি।’
তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ আবুল কালাম বলেন,‘শিশুরা শীতে খুব কষ্ট পাচ্ছিল। ইউএনও স্যারের এই সহযোগিতা শিশুদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. রাজিবুল ইসলাম বলেন, এ বছর এখন পর্যন্ত এউপজেলায় প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।’
বিষয়: #ইউএনও #উষ্ণতা #গারো #ছড়াচ্ছেন #ঝিনাইগাতী #তীব্র #পাহাড় #মানবিকতা #শীত




ঝিনাইগাতীতে শিক্ষা উপকরণ বিতরণ
ভালুকায় ৫০০ টাকার জন্য স্ত্রীকে খুন, লাশ খাটের নিচে!
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু
সরিষাবাড়ীতে - ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক
ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
চুরির অভিযোগ তুলে রাজমিস্ত্রিকে নির্যাতন, আটক ২
ইসলামপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেফতার
অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন
