বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
লন্ডন থেকে: আজিজুল আম্বিয়া
![]()
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক কড়া চিঠিতে কারাবন্দি সাংবাদিকদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছে নিউইয়র্কভিত্তিক সাংবাদিক অধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সোমবার (৮ ডিসেম্বর) পাঠানো এই চিঠিতে সিপিজে জানায়, মানবাধিকার ও সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলেই সাংবাদিকদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে অমানবিক নির্যাতনের মুখে ফেলা হচ্ছে।
চিঠিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে চারজন সাংবাদিককে হত্যা মামলায় আটক রাখা হয়েছে, যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। এসব মামলা সাংবাদিকদের পেশাগত কাজ ও রাজনৈতিক মতভেদের কারণে প্রতিহিংসামূলকভাবে দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।
কারাগার নাকি নির্যাতন কেন্দ্র?
সিপিজের প্রতিবেদনে কাশিমপুর কারাগারের অবস্থা ‘মধ্যযুগীয়’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বন্দি সাংবাদিকদের ৩৬ বর্গফুটের ক্ষুদ্র সেলে লোহার শিকের ভেতরে ঠাণ্ডায় কাঁপতে হচ্ছে, যেখানে কোনো তোষক বা বিছানা নেই। ঘুমাতে হচ্ছে কংক্রিটের মেঝেতে।
খাবার অপ্রতুল ও নিম্নমানের, আর চিকিৎসাসেবা কার্যত নেই বললেই চলে। ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ ও স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত সাংবাদিকরা মাসের পর মাস চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। পরিবারের পাঠানো ওষুধ পর্যন্ত পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
প্রতিশ্রুতির নামে প্রহসন
ড. ইউনূসের অতীত প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে সিপিজে জানায়, তিনি গত নভেম্বরে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া ভিত্তিহীন মামলাগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবে প্রতিফলিত হয়নি। বরং তাঁর দায়িত্ব নেওয়ার পর আরও নতুন মামলা দায়ের করা হয়েছে।
সিপিজে একে সরকারের ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টার অংশ বলে অভিহিত করেছে।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে এমন ভয়াবহ চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
বিষয়: #ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবে #কারাগার #কাশিমপুর #সাংবাদিক




রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বিরকে হত্যা : ডিবি
আগামী ক্ষমতাসীনদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়ে যাচ্ছি: পরিবেশ উপদেষ্টা
নির্বাচনের আগে বাংলাদেশের যে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাংলাদেশের জন্য অশনিসংকেত
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান!
মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ
