বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
লন্ডন থেকে: আজিজুল আম্বিয়া
![]()
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক কড়া চিঠিতে কারাবন্দি সাংবাদিকদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছে নিউইয়র্কভিত্তিক সাংবাদিক অধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সোমবার (৮ ডিসেম্বর) পাঠানো এই চিঠিতে সিপিজে জানায়, মানবাধিকার ও সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলেই সাংবাদিকদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে অমানবিক নির্যাতনের মুখে ফেলা হচ্ছে।
চিঠিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে চারজন সাংবাদিককে হত্যা মামলায় আটক রাখা হয়েছে, যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। এসব মামলা সাংবাদিকদের পেশাগত কাজ ও রাজনৈতিক মতভেদের কারণে প্রতিহিংসামূলকভাবে দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।
কারাগার নাকি নির্যাতন কেন্দ্র?
সিপিজের প্রতিবেদনে কাশিমপুর কারাগারের অবস্থা ‘মধ্যযুগীয়’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বন্দি সাংবাদিকদের ৩৬ বর্গফুটের ক্ষুদ্র সেলে লোহার শিকের ভেতরে ঠাণ্ডায় কাঁপতে হচ্ছে, যেখানে কোনো তোষক বা বিছানা নেই। ঘুমাতে হচ্ছে কংক্রিটের মেঝেতে।
খাবার অপ্রতুল ও নিম্নমানের, আর চিকিৎসাসেবা কার্যত নেই বললেই চলে। ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ ও স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত সাংবাদিকরা মাসের পর মাস চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। পরিবারের পাঠানো ওষুধ পর্যন্ত পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
প্রতিশ্রুতির নামে প্রহসন
ড. ইউনূসের অতীত প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে সিপিজে জানায়, তিনি গত নভেম্বরে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া ভিত্তিহীন মামলাগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবে প্রতিফলিত হয়নি। বরং তাঁর দায়িত্ব নেওয়ার পর আরও নতুন মামলা দায়ের করা হয়েছে।
সিপিজে একে সরকারের ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টার অংশ বলে অভিহিত করেছে।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে এমন ভয়াবহ চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
বিষয়: #ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবে #কারাগার #কাশিমপুর #সাংবাদিক




রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
