শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড মোমেন ফকির ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাড শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ নির্বাচনে সর্বমোট ২০৫ ভোটের মধ্যে পড়েছে ২০১ভোট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।
এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা, ফিরোজ আহমেদ।
এ নির্বাচন ছিল আইনজীবী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ। ভোট গণনা শেষে নির্বাচনী এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন সিনিয়র আইনজীবীরা।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুর রহমান সরকার ও সহকারি কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী। এ ফলাফল ঘোষনা করেন প্রদান নির্বাচন কমিশনার।
বিষয়: #আইনজীবী #জয়পুরহাট #সভাপতি #সমিতি #সম্পাদক




শিবগঞ্জে জাতীয় সমাজসেবা পালিত
নতুন বছরের প্রথম সকালে সড়কে ঝরল ৪ প্রাণ
জয়পুরহাট-১ আসনে জেলা জামায়াতের আমীরের মনোনয়ন পত্র সংগ্রহ
রাণীনগরে দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
