

শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » মৌলভীবাজার » টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু
জিতু তালুকদার, মৌলভীবাজার:
সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। এ লক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক জেলা পর্যায়ের সংবাদকর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই ভবনের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা এর উপপরিচালক গাজী শরিফা ইয়াছমিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক চৌধুরী রাজিব মোস্তফা ও সিলেট ডিভিশন সিলেট ইউনিসেফ প্রতিনিধি ডাঃ রনজিত দেব।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এসময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ৫২ জন কর্মী উপস্থিত ছিলেন।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় সারা দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এসময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
বিষয়: #আগামী #ক্যাম্পেইন #টিকাদান

