বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
সৈয়দ মিজান::
![]()
[ঢাকা, সেপ্টেম্বর ৩০, ২০২৫] দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে সুপরিচিত উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস। সংস্থাটি সম্প্রতি নিজেদের কর্মীদের বীমা সুবিধা প্রদানের জন্য মেটলাইফের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ চুক্তির অংশ হিসেবে, আত্মবিশ্বাসের ৩৩২ জন কর্মী জীবনহানি বা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে আত্মবিশ্বাস ।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আত্মবিশ্বাস সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়নে কার্যকর ও টেকসই প্রকল্প পরিচালনার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে।
দেশজুড়ে প্রায় ১০ লাখের বেশি গ্রাহক এবং ৯ শ’র বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করে আসছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের ২,৮৯৫ কোটি টাকা এবং গত ৫ বছরে ১১,৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের এক্সিকিউটিভ ডিরেক্টর আকরামুল হক বিশ্বাস এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
বিষয়: #আত্মবিশ্বাস #গ্রহণ #বীমা #মেটলাইফ #সেবা




রাজধানীর উত্তরায় ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু
সূর্যের হাসি নেটওয়ার্ক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত
ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন দক্ষ বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
অ্যারিস্টো সিরিজ এসডিবি বক্স বাজারে আনল এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড
প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৫’ এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
