বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
সৈয়দ মিজান::
![]()
[ঢাকা, সেপ্টেম্বর ৩০, ২০২৫] দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে সুপরিচিত উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস। সংস্থাটি সম্প্রতি নিজেদের কর্মীদের বীমা সুবিধা প্রদানের জন্য মেটলাইফের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ চুক্তির অংশ হিসেবে, আত্মবিশ্বাসের ৩৩২ জন কর্মী জীবনহানি বা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে আত্মবিশ্বাস ।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আত্মবিশ্বাস সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়নে কার্যকর ও টেকসই প্রকল্প পরিচালনার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে।
দেশজুড়ে প্রায় ১০ লাখের বেশি গ্রাহক এবং ৯ শ’র বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করে আসছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের ২,৮৯৫ কোটি টাকা এবং গত ৫ বছরে ১১,৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের এক্সিকিউটিভ ডিরেক্টর আকরামুল হক বিশ্বাস এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
বিষয়: #আত্মবিশ্বাস #গ্রহণ #বীমা #মেটলাইফ #সেবা




সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
