

সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » মৌলভীবাজার » শ্রীমঙ্গল অগ্রণী ব্যাংক শাখায় অবসর গ্রহণকারী ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত
শ্রীমঙ্গল অগ্রণী ব্যাংক শাখায় অবসর গ্রহণকারী ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত
মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গল অগ্রণী ব্যাংক শাখায় অবসরগ্রহণকারী অফিসার দিপ্তী রায় ও বদলি জনিত মোঃ সামছুল হক সিটি ২ বিদায়ী সম্মানে বিশেষ বিদায়ী সংবর্ধনা অনুষ্টান সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্টিত হয়।
অনুষ্টানে বিদায়ীগণকে কেষ্ট ও ফুলেল শুভেচ্ছা এবং সম্মানা প্রদান করা হয়। দীর্ঘ চাকুরিাজীবনের অভিজ্ঞতা, অক্লান্ত পরিশ্রম এবং গ্রাহকের প্রতি অগাধ আন্তরিকতার কথা তারা স্মরণ করেন। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র শাখার ব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার আঞ্চলিক পরিসদ এর সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার আঞ্চলিক পরিসদ এর সভাপতি সিনিয়র পিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জিতু তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন শাখার অফিসার ও কর্মচারিবৃন্দ। অনুষ্টানে অতিথিগণ বিদায়ী ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতের সুখ-সমৃদ্বি কামনা করেন।
বিষয়: #অগ্রণী #অবসর #ব্যাংক #শাখা #শ্রীমঙ্গল