বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » খুলনা » পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ট্যাংকি বিক্রির অভিযোগ
পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ট্যাংকি বিক্রির অভিযোগ
বজ্রকন্ঠ ডেক্স :

খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্বে থাকাকালিন সরকারি ট্যাংকি বিক্রি অভিযোগ উঠেছে। এছাড়া রাস্তার ইট তুলে বিক্রয় ও বিভিন্ন বরাদ্দের কাজে ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ টাকা আতœসাৎ করায় উপজেলা নির্বাহী অফিসার কাছে ২০ জুন বৃহস্পতিবার ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগ করা হয়েছে। সরেজমিনে তথ্যানুসন্ধ্যানে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ২০২৩ সালে অনৈতিক কার্মকান্ডের দায়ে লতা ইউপি চেয়ারম্যান কাজলকান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তখন তিনি কাটামারি বাজার থেকে উত্তর দিকের ১ কিলোমিটার ইটের সোলিং এর রাস্তার প্রায় ৮০হাজার ইট তুলে ফেলেন। যার বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা। ঐ ইটের মধ্যে কিছু ইট নিয়ে তিনি উত্তর কাটামারি মন্দির সংষ্কারের জন্য সেখানে মজুদ রাখেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ তৈরির জন্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে তৎকালিন স্থানীয় সংসদ সদস্য ১ লক্ষ টাকা প্রদান করেন। আর বাকি ১ লক্ষ ৩৪ হাজার টাকা ইউনিয়ন পরিষদের টিআর এর বরাদ্দ। কিন্তু পুলকেশ রায় রাস্তা থেকে খুলে নেওয়া ইট দিয়ে খোয়া তৈরি করে স্টেজের কাজে লাগান। তাছাড়া তিনি বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রিজের বিপরীতে অবস্থিত কাটামারি রাস্তা সংষ্কারের জন্য কাবিটার বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আতœসাৎ করে রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট রাস্তার কাজে লাগান। কাটামারি অমল কৃষ্ণ ঢালীর বাড়ির সামনের কালভার্ট নির্মাণে ননওয়েজ এর বরাদ্দকৃত অর্থ আতœসাৎ করে সেখানেও রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট ব্যবহার করেন পুলকেশ রায়। এছাড়াও কাটামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তা সংষ্কারে উন্নয়ন সহায়তার বরাদ্দকৃত ৮৭ হাজার টাকা আতœসাৎ করে সেখানেও ঐ ইট ব্যবহার করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।এবার ৯ জন ইউপি সদস্য অভিযোগ করেন পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন ৭৬ জন ব্যক্তির নিকট থেকে ৬ ও ৮ হাজার টাকা নিয়ে সরকারি ট্যাংকি বিক্রি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায় তার ওয়ার্ডে ট্যাংকি বেশি দিয়েছেন বলে জানান, আমার উপর ঈর্ষাম্বিত হয়ে অভিযোগ করছে। আমি কোন অনিয়ম বা দুর্নীতি করিনি। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অভিযোগ পেয়েছি তদস্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: #পাইকগাছা




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
