শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
প্রথম পাতা » প্রবাসে » ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
১৮৯ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা

মতিয়ার চৌধুরী, লন্ডনঃ
ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
বঙ্গবন্ধু ছিলেন এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী। জীবন ভর তিনি শুধু গণমানুষের চিন্তা করেছেন। তার এই প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক হয়ে উঠে। দীর্ঘ দিনের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে ১৯৫২ সালের বাংলা ভাষা রক্ষার আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২-৬৪ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালে ৬-দফা প্রণয়ন, যেখানে ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল সেই লাহোরে ৬-দফা ঘোষনা অতঃপর তার স্বপক্ষে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক গণআন্দোলন গড়ে তোলা, তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করা, ১১- দফা আন্দোলন, বিভিন্ন বাধা ও প্রতিকুলতা এবং তথাকথিত বড় দল বা নেতাদের বিভিন্ন কূটকৌশল ও প্রতিক্রিয়াশীল পদক্ষেপের মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত ধীশক্তি বলে ও সুকৌশলে ১৯৭০-এর নির্বাচনে প্রতিদ্বন্দিতার মাধ্যমে নিজেকে যৌক্তিক, আইনানুগ ও গণতান্ত্রিক ভাবে সারা দেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই দীর্ঘ পথযাত্রায় তাঁকে অপরিসীম নির্যাতন, জেল-জুলুম, অত্যাচার সহ্য করে হয়েছে। কিন্ত তিনি কখনো তার লক্ষ্য বাঙ্গালী জাতির মুক্তির আন্দোলন থেকে এতটুকু বিচ্যুত হন নি। বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়ে তোমাদের ঋণ শোধ করে যাব এবং পরিশেষে তারই দুঃখজনক বাস্তবায়ন দেখতে হলো তাঁর শাহাদতের মাধ্যমে। 

বঙ্গবন্ধুর শাহাদতের অর্ধ শতাব্দী পালন উপলক্ষে কমিউনিটি প্ল্যাটফর্ম হৃদয়ে-৭১ আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। পূর্ব লন্ডনের একটি হলে গতকাল ২৫ আগস্ট ২০২৫ লন্ডন সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ বদরুল আহসান এবং সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার ইয়াসমীন সুলতানা পলিন। এতে সভাপতিত্ব করেন হৃদয়ে-৭১ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদবৃন্দ ও মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব সদ্য প্রয়াত সুলতান মাহমুদ শরীফ স্মরেন ও তাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাটি পরিচালনা করেন সেমিনার টিমের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিনা আলী। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কমিউনিটির করনীয় ব্যাপারে আলাপ ক্রমে ছয়জন কমিউনিটি ব্যক্তিত্ব এই ২৫ তারিখ কিভাবে একটি কমিউনিটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা নেন তার সংক্ষিপ্ত বিবরণ দেন ঐ গ্রুপের অন্যতম উদ্যোগী অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ। অন্যান্য উদ্যোগীরা হলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, কাউন্সিলর ইকবাল হোসেন, আবু হোসেন ও আলীমুজ্জামান। 

আলোচকরা তুলে ধরেন বিশেষ করে ১৯৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন চলাকালে ৭ই মার্চের ভাষণ এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলাপ কাল বঙ্গবন্ধু যে বিচক্ষনতার পরিচয় দেন তা বিশ্ব ইতিহাসে অনন্য সাধারণ। আর তার এ বলিষ্ঠ নেতৃত্বের প্রভাব ও প্রমাণ উঠে আসে পাকিস্তানী কারাগার থেকে মুক্ত পেয়ে লন্ডন পৌঁছলে বৃটিশ প্রধান মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সকলের তাঁর প্রতি রাষ্ট্র প্রধানের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে।

বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সেমিনার টিমের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আনাস পাশা। তিনি বলেন আমাদের একটি ইতিহাস সচেতন প্রজন্ম গড়ে তুলতে হবে।

আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন ধনন্জয় রায়, গোলাম রসুল খান, শাহ রুমী হক, মুজিবুর হক মনি ও হিমাংশু গোস্বামী। কবিতাগুলো ছিল মর্মষ্পর্শী ও আবেগ প্রবণ। সভাপতির ভাষনে দেওয়ান গৌস সুলতান বলেন যে যুদ্ধ করে দেশ স্বাধীন করার নজির বর্তমান কালের ইতিহাসে শুধু বাংলাদেশে। এই মহান অর্জন পরাজিত দেশী বিদেশী চক্র সহ অনেকের চক্ষুশুল। আর তারই পরিণতিতে আমাদের ভাগ্যে বার বার দূর্যোগ নেমে আসছে। ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারের মাধ্যমেই শুরু এ পরিণতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #


--- ---

প্রবাসে এর আরও খবর

কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা” কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড  আল জাজিরার প্রতিবেদন ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত “বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
আজকের শতাব্দী‘র  বিশেষ সংখ্যা  ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন  বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন আজকের শতাব্দী‘র বিশেষ সংখ্যা ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের  কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করে সেনাবাহিনী।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরে হাত-পায়ের রগ কেটে মাহফুজ মিয়া নামের একজনকে হত্যার মুল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করে র‍্যাব।।
রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০