

সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণ
ফুলবাড়ীতে খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণ
মোঃ জাহাঙ্গীর হোসেন ,ফুলবাড়ী (দিনাজপুর):
২৫ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় সরকারি খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির আওতায় ১ হাজার ১ শত ৩৬ জন উপকার ভোগির মাঝে ৪ নং বেত দীঘি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯ টায় ২ দিনব্যাপী ১৫ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৪ নং বেদদিঘী ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান । প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এর সহযোগিতায় সুষ্ঠুভাবে চাল বিতরণ শেষ হবে বলে আশা প্রকাশ করি। সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে আজ ও আগামীকাল দুইদিন ব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে বলে, জানান প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান।
অপরদিকে ২৫ আগস্ট আজ সোমবার ১ নং এলুয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ সকাল ১০ টায় ১হাজার ১ শত ৩৮ জন উপকার ভোগির মাঝে ২ দিনব্যাপী সরকারি খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ১ নং এলুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ নবীউল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন ১নং এলুয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফাইজা রহমান সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে উপকার ভোগিরা বলেন এই সময়ে চাল পেয়ে আমরা খুবই উপকৃত।
বিষয়: #কর্মসূচির #খাদ্য #ফুলবাড়ী #বান্ধব #সহায়তা