বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলা » মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির কষ্টার্জিত জয়
মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির কষ্টার্জিত জয়
বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
![]()
১৫ আগস্ট শুরু হয়েছে ফরাসি লিগ ওয়ান। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিল রবিবার (১৭ আগস্ট)। ন্যান্টেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দল। লা পারিসিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিতিনহা।
পুরো ম্যাচেই বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গোলের জন্য পিএসজি মোট ১৮টি শট নিয়েছে। অন্যদিকে ন্যান্টেস নিয়েছে মাত্র ৫টি শট। তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।
ম্যাচে একের পর এক সেভ করে ন্যান্টেসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। ফ্রান্সে জন্ম হলেও জাতীয় দল হিসেবে অ্যান্টনি লোপেজ খেলেছেন পর্তুগালের হয়ে। এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়।
এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা। আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেটি হবে তাদের নতুন মৌসুমে প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচ।
বিষয়: #কষ্টার্জিত #জয় #প্রথম #মৌসুম #ম্যাচ




দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করল সরকার
মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন
কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই
রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
