

মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মহির উদ্দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রাহেলা পারভীন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকসের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রমুখ।
র্যালি নিয়ে জেলা প্রশাককের বাংলো’র পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা শেষে মৎস্য চাষী মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
বিষয়: #আলোচনা #জাতীয় #জয়পুরহাট #মৎস্য #র্যালি #সপ্তাহ