

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে ১৩৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
সেনবাগে ১৩৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে প্রথমবারের মতো ফাদার’স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-এর উদ্যোগে ১৩৯ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট,) সকালে সেনবাগ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেনবাগ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান এবং সঞ্চালনা করেন এনায়েতপুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। উদ্বোধনী বক্তব্য দেন এনায়েতপুর রহমতিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও ট্যালেন্ট সার্চের চীফ কো-অর্ডিনেটর মাওলানা হাফেজ ছায়েদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকিরহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস সাত্তার, সেনবাগ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামান ফয়েজী, মাষ্টার জাহাঙ্গীর আলম ও রহিম উল্লাহ চৌধুরী সুজন।
শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা মৌকরা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি।
অনুষ্ঠানে উপজেলার ২৬টি মাদ্রাসার ১৩৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র, পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে সেরা ১০ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিষয়: #পুরস্কার #বিতরণ #শিক্ষার্থী #সেনবাগ