শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক
মনির হোসেন
![]()
নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্টগার্ড শুক্রবার (৮ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট শুক্রবার মধ্যরাত ১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়।
পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত “বিসমিল্লাহ মৎস্য আড়ত” তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #গুলিসহ #ডাকাত #দেশীয় #হাতিয়া




গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে চোরাই কয়লা ও কার্গো বোটসহ আটক ২
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার যুগলের ৭ দিনের রিমান্ড আবেদন
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি
ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
অন্তর্বর্তীকালীন সরকারে বিবৃতি রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ধানমন্ডি থানার ওসিকে তলব
