

সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার-৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার-৫
ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাকু দেব,গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান (৩২),ও নিয়মিত মামলায় তালিকাভুক্ত পলাতক আসামি আনু মিয়া (২৫),শফিক মিয়া (৪৩),দিলু মিয়া (৪০)সহ মোট পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ধৃতঃআসামিদের ৩ (আগস্ট) রোববার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যম কারাগারে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানা-পুলিশ মারফতে জানাগেছে ২ (আগস্ট)শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় থানার সাব
-ইন্সপেক্টার মোঃআল-আমিন,সাব-ইন্সপেক্টার অপূর্ব কুমার সাহা,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমদ, সাব-ইন্সপেক্টার হাদী আব্দুল্লাহ,সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,এএসআই আলী আকবর, এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন।
উপজেলার মিরপুর ইউনিয়নে অভিযান করে মিরপুর গ্রামের আঙ্গিঁরা দেবের পুত্র সিআর- ১১১/১৮ মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাকু দেব,উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোঃছুরত মিয়ার পুত্র সিআর নং-২৭৭/২৪ মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান(৩২),আশারকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি জামালপুর(রৌডর)গ্রামের সেবুল মিয়ার পুত্র আনু মিয়া (২৫),জগন্নাথপুর পৌর-শহরের ইসহাকপুর গ্রামের মৃতঃতখলিছ মিয়ার পুত্র পেনাল কোড-১৯৬০ মোকদ্দমার এজাহারনামীয় পলাতক আসামি শফিক মিয়া (৪৩),ও একই গ্রামের মৃতঃআক্তার হোসেনের পুত্র নিয়মিত মামলার পলাতক আসামি দিলু মিয়া(৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত পাঁচ আসামিকে রোববার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #অভিযান #জগন্নাথপুর #বিশেষ #সুনামগঞ্জ