

সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে সেনাবাহিনীর হাতে তিন ছিনতাইকারী আটক
সেনবাগে সেনাবাহিনীর হাতে তিন ছিনতাইকারী আটক
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে যাত্রীবেশে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা এবং পরে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার ভূঁইয়ার দীঘি এলাকায় মুক্তা ব্রিক ফিল্ডের সামনে মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) একটি সিএনজিতে যাত্রী হিসেবে ওঠেন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন এবং নগদ ২০০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে ভিকটিমকে কল্যান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে নামিয়ে দেওয়া হয়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন মোটরসাইকেল ও সিএনজিযোগে ধাওয়া শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীদের বহনকারী সিএনজি খলিল মিয়ার হাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনীর একটি টহলদল তিনজনকে আটক করে।
আটককৃতরা হলো—সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের ইয়াসির আহমেদের ছেলে মো. নুর নবী (৩৭), সুধারাম উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে মো. হক সাহেব (৩৯) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. রনি (৩৮)।
সেনাবাহিনী আটককৃতদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়: #আটক #ছিনতাইকারী #তিন #সেনবাগ #সেনাবাহিনী #হাত