

শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ স্কাউট সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট-আখাউড়া রেললাইন সংলগ্ন পূর্ব চারাভাঙ্গা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। চারা গুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল ও বেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াস চালান স্কাউট সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার কাজী কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার সম্পাদক শাহজাহান কবীর, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ্ ভূঞা, মাধবপুর উপজেলা স্কাউটসের কমিশনার সোলেমান মিয়া,সম্পাদক উদয় শংকর দত্ত, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক উপজেলা স্কাউট লিডার মোস্তাক আহাম্মদ এবং ইউনিট লিডার গৌরী রাণী বনিক।
এছাড়াও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি স্কাউট ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলবে।
বিষয়: #কর্মসূচি #গণঅভ্যুত্থান #জুলাই #পালিত #বৃক্ষরোপণ #মাধবপুর #শহিদ #স্কাউট #স্মরণ