

শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত-১
সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত-১
ওয়াহিদুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় টিকটক ভিডিও তৈরি ও প্রচার নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে মারা-মারির ঘটনায় রুবেল মিয়া(২৬)নামের এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৫ (জুলাই)শুক্রবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই(লতিফনগর)গ্রামে।
পুলিশ ও স্থানীয়দের মাফতে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সুনুখাই (লতিফনগর)গ্রামের জুনাব আলীর পুত্র মনির মিয়া টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি ও সামাজিক যেগা-যোগ প্রচার করে আসছিলেন এ-নিয়ে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তার চাচাতো ভাই একই গ্রামের মৃতঃইউনুস আলীর পুত্র রুবেল মিয়া(২৬)এর সাথে মনির মিয়ার বাক-বিতন্ডা হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারা-মারির ঘটনা ঘটে।এতে মনির মিয়ার এলোপাথাড়ি ছুরিকাঘাতে রুবেল ও তাঁর চাচাতো ভাই সুলতান মিয়া(৩৫)গুরুতর আহত হন।
আত্নীয় ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের জগন্নাথপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রুবেল হাসপাতাল আনার আগেই মারা গিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বদরুদ্দোজা নিশ্চিত করেন।
এ-দিকে আহত সুলতান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।রুবেল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ-ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিষয়: #ঘটনা #জগন্নাথপুর #তুচ্ছ #সুনামগঞ্জ