রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ।
ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ।
।। প্রেস বিজ্ঞপ্তি।।
![]()
আজ ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ৭ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে বিশিষ্ট লেখক ও ছড়াকার কাজী শাহেদবীন জাফরের সভাপতিত্বে,লেখক নাছরিন সুলতানার সঞ্চালনায় ড. মুমিনুল হক একাডেমির, (২০৩৫-২০২৬) নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য গণ হচ্ছেন-
সভাপতিঃ আবু সালেহ আহমদ, বানিয়াচং, সহ-সভাপতিঃ জয়নাল আবেদীন বেগ-, সাধারণ সম্পাদক - মাসুদ করিম, সহ-সাধারণ সম্পাদকঃ আলিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদকঃ ফাতাউর রহমান, সহঃ সাংগঠনিক সম্পাদক -ডা. শরীফ মিয়া, অর্থ সম্পাদকঃ সৈয়দ নিয়াজ আহমেদ, মহিলা সম্পাদকঃ নাছরিন সুলতানা , প্রচার ও দপ্তর সম্পাদকঃ মোঃ সোহাগ মিয়া, ধর্ম সম্পাদকঃ মোঃ ওমর ফারুক , সাহিত্য ও প্রকাশনা সম্পাদকঃ মো. আরাফাত মিয়া, কার্যনির্বাহী সদস্যঃ ওবায়দুল হক মুন্সী, শেখ মু. তারেকুল ইসলাম, মিশকাত আহমদ, মোহাম্মদ আব্দুল মুহিত, আব্দুল আজিজ চৌধুরী, মকসুদ আহমেদ লাল, কবি এম আর ঠাকুর।
বিষয়: #আত্বপ্রকাশ #একাডেমি #কমিটি #নতুন #মুমিনুল #হক




বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিনে শুভেচ্ছা ও সাহিত্যিক অবদান
ছড়াকার মিলু কাসেম: সিলেটের সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল এক নক্ষত্রের বিদায়
বিশ্বনাথে সাহিত্যচর্চা ও সমাজসেবায় অনন্য মিজানুর রহমান মিজান!
‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
এক্সিবিশন এবং বই প্রকাশনীর মাধ্যমে শেষ হচ্ছে “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” চলবে ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
প্রেম করেছো নিজের ইচ্ছায়
সে ফিরে আসবেই
