

মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে বেসরকারি সংস্থা এসডিএস এর উদ্যোগে জেলা পর্যায়ে অবহিত করণ সভা
জয়পুরহাটে বেসরকারি সংস্থা এসডিএস এর উদ্যোগে জেলা পর্যায়ে অবহিত করণ সভা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটের বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস এসডিএস এর আয়োজনে ইউপি নারী সদস্য, প্রতিবন্ধী, হিজরা, যুবনারী, কিশোরী, আদিবাসী ও নারী উদ্যেক্তা জনগোষ্ঠীদের নিয়ে নারী ফোরাম গঠন সহ ইউনিয়ন লিগ্যাল-এইড কমিটি ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের সঙ্গে জেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের সবুজনগর জাকস ফাউন্ডেশনের হলরুমে লাইট হাউজ এর নির্বাহী পরিচালক হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।
এসডিএস এর প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সিভিল সার্জন আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, পুলিশ সুপারের প্রতিনিধি সুলতান মাহমুদ, লাইট হাউজ বগুড়ার জেন্ডার কমপ্লায়েন্স এডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, এসডিএস এর সভাপতি গুলশান আরা গ্যালিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি জাকারিয়া হোসেন শিমুল, শিক্ষক রাসেল, হিজরা মাহিয়া মাহী মন্ডল প্রমুখ।
সভায় এ প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে সভাপতি বলেন, প্রচার প্রচারনা বৃদ্ধির মাধ্যমে সর্বস্তরের নাগরিকদের সচেতন করা। নাগরিক সমাজের সহযোগীতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক প্রসারিত করা। নাগরিক সমাজ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যৌথ উদ্যোগ ও নীতি সংলাপ প্রসারিত করা এবং নাগরিক সমাজের প্রতিষ্ঠান সমূহের দতা ও জ্ঞান প্রসারিত করার লক্ষে কাজ করা।
বিষয়: #অবহিত #এসডিএস #জয়পুরহাট #বেসরকারি